অ্যানথ্রাক্স আশঙ্কায় হিলিতে লিফলেট বিতরণ শুরু

পার্শ্ববর্তী জেলা গাইবান্ধায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর পর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সতর্কতা অবলম্বন করেছে প্রাণিসম্পদ বিভাগ। সম্ভাব্য সংক্রমণ রোধে শুরু হয়েছে লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি পৌর এলাকা ও আশপাশের বাজারে কসাই, পশু ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে অ্যানথ্রাক্স প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়।
হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন গরুর মধ্যে নানা ধরনের রোগ দেখা যাচ্ছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কসাই ও পশু ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করছি এবং লিফলেট বিতরণ করছি— যাতে কেউ অসুস্থ পশু জবাই বা বিক্রি না করে।
তিনি আরও জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ বিভাগের টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। সন্দেহজনক পশুর নমুনা সংগ্রহ, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনগণকে সচেতন করতে মাইকিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণের ফলে মানুষ এখন আরও সচেতন হচ্ছে এবং অ্যানথ্রাক্সসহ গবাদিপশুর সংক্রামক রোগ সম্পর্কে ধারণা পাচ্ছে।
সচেতন মহলের দাবি, এ ধরনের কার্যক্রম যেন শুধু হিলিতেই সীমাবদ্ধ না থাকে— আশপাশের ইউনিয়ন ও গ্রামাঞ্চলেও একইভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে অ্যানথ্রাক্সসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
Comments