আবার শুরু হয়েছে রাকসু নির্বাচনী প্রচারনা

দুর্গা পূজার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (৬ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্রপ্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি নির্ধারণ করেছে রাকসু নির্বাচন কমিশন।
নতুন সময়সূচি অনুযায়ী এখন সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যেত। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। শুধু শেষ দিন, অর্থাৎ ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয় খোলার পর বৈরী আবহাওয়ার মধ্যেই প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও নানা উপায়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
উল্লেখ্য ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন।এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনা এখন তুঙ্গে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আর মাত্র আট দিন প্রচার-প্রচারণার সুযোগ রয়েছে প্রার্থীদের হাতে। তাই এই আটদিন ভালোভাবে কাজে লাগিয়ে ভোট যুদ্ধে জয় পেতে মরিয়া প্রার্থীরা।
পূজার ছুটির ৫ দিন প্রচার-প্রচারণায় তেমন সুযোগ না পাওয়ায় বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ক্যাম্পাসের সর্বত্র প্রার্থীদের নিরালস পদচারণা। শিক্ষার্থীদের হল আবাসিক মেস এবং ক্যাম্পাসের আনাচে-কানাচে সর্বত্র ভোটারদের কাছে লিফলেট হাতে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা এখন পর্যন্ত সাইবার বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপ, নির্ধারিত সময়ে ত্রুটিমুক্ত নির্বাচন হওয়ার আশা প্রকাশ করছেন।
Comments