হিলি স্থলবন্দরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি অঞ্চলে টানা এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
আজ রবিবার (৫ অক্টোবর) সকালে সূর্যের দেখা না মেলায় দিনভর মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে।
বৃষ্টি ও পানির কারণে হিলি বাজারের দোকানপাট খোলা থাকলেও ক্রেতাশূন্য পড়ে আছে। ব্যবসায়ীরা দিন কাটাচ্ছেন অলসভাবে।
হিলি বাজারের কাপড় ব্যবসায়ী শরিফ মণ্ডল বলেন, বৃষ্টি আর পানির কারণে বেচাকেনা একেবারেই নেই। ক্রেতারা আসছে না, দিন যাচ্ছে বসে থেকে।
হিলি চারমাথা মোড়ের মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী রকি হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে বেচাকেনা অনেক কমে গেছে। বাইরে থেকে লোকই আসে না, ফলে দিন শেষে ক্ষতির মুখে পড়ছি।
হিলি হাট কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, টানা বৃষ্টিতে বাজারে মানুষের আনাগোনা কমে গেছে। ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমের শেষ দিকে এমন বৃষ্টি স্বাভাবিক।
Comments