গোপালগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা

গোপালগঞ্জে আলাদা স্থানে গলায় ফাঁস লাগিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই জন আত্মহত্যা করেছে। শুক্রবার (০৩ আক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামে ও দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া পুর্বপাড়ায় এসব ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃদুল শেখের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদ শেখ (১৪) ও কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া পুর্বপাড়া গ্রামের মমজেদ খার ছেলে নাদিম খা (১৩)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পড়াশোনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলে জুনায়েদ শেখকে বকাঝকা করে তার মা। এতে মায়ের উপর অভিমান করে বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
অপরদিকে, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, মমজেদ খার ছেলে নাদিম খা মানসিক ভারসাম্যহীন ছিলো। আজ দুপুরে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে নাদিম। পরে পরিবারের লোকজন টের পেয়ে নাদিমকে উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Comments