টাঙ্গাইলে ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় টাঙ্গাইল পৌর শহরের হেলিপ্যাড থেকে জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করা হয়।
এর মোটরসাইকেল শোডাউনটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের করটিয়া বাইপাস ঘুরে জেলা পৌর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় হেলিপ্যাডে এসে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
টাঙ্গাইল জেলা জামায়াতে আমীর ও সংসদ সদস্য প্রার্থী আহসান মাসুদ বলেন— তারা শাসক নয়, জনগণের সেবক হতে চান। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তারা টাঙ্গাইলে দাঁড়িপাল্লা ভালো অবস্থানে আছেন বিষয়টি জানা দিচ্ছেন। আগামীতে নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে বলেও তার প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, টাঙ্গাইল শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
Comments