চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিশেষ কৃতজ্ঞতা
সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুর জেলার ২২৪টি পূজো মন্ডপে শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক মহল ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সহায়তা করায় তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
২ অক্টোবর বৃহস্পতিবার রাতে বিজয়া দশমীর দিনে সংগঠনের পক্ষে এ কৃতজ্ঞতা জানানো হয়।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা বলেন, এবার কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি ও শঙ্কা ছাড়াই সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আমাদের জেলার প্রতিটি পূজো মন্ডপে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে। পূজোর এ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহুর্তে আমাদের পূজো মন্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন ইউনিট, বিদ্যুৎ বিভাগ, রাজনৈতিক মহল ও সনাতনী নেতৃবৃন্দসহ যারা যে অবস্থায় সহায়তা করেছে সবার প্রতিই আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে সর্বদা অটুট রাখা যায় সেজন্য সবাই কিভাবে এক ও অভিন্ন হয়ে কাজ করা যায়। তারই অন্যন্য নজির হচ্ছে এই শারদীয় দূর্গোৎসব। আমাদের ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও অন্যান্য সনাতনী সংগঠনগুলোও নির্বিগ্নে পূজো সমাপ্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে। তারা যাতে এভাবেই সবসময় সমন্বয় রেখে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যেতে পারে এ প্রত্যাশাই রাখছি।
উল্লেখ্য, এবার মা দূর্গা এসেছিলেন গজে ও দোলায় গমন হয়। চাঁদপুর শহরের বিসর্জন হয় চৌধুরী ঘটলায় ডাকাতিয়া নদীতে।
Comments