জিয়ার ঘোষণা স্বাধীনতার সূর্য এনেছিল, এবার তারেক রহমানের ডাকেই পরিবর্তন: আমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই পিআর চায়। যারা নির্বাচন চায় না তারাই পিআর চায়। দেশের জনগণ কোনো পিআর বোঝে না। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ড. ইউনুস সাহেবের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হোন।
০৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া মানিক মিয়া মাঠে রঞ্জিতপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, ষোল বছরের ফ্যাসিবাদের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে। ইতিহাস সাক্ষী, যখনই দেশে সংকট এসেছে তখনই জিয়া পরিবার দেশের হাল ধরেছে। ১৯৭১ সালের ২৫শে মার্চ জাতি দিশেহারা অবস্থায় ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিলেন।

তিনি আরও বলেন, ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরশাসকের পতন ঘটে। ২০২৪ সালেও দেশনায়ক তারেক রহমানের একদফার ডাকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে।
কেরানীগঞ্জসহ সারাদেশে শহিদ ছাত্রজনতার রক্তের কথা স্মরণ করে তিনি বলেন, কেরানীগঞ্জের রিয়াজ, রাজশাহীর আবু সাঈদ, মুগ্ধ, ছাত্রদল নেতা ওয়াসিমসহ হাজারো ছাত্রজনতা প্রাণ দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, সহসভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সাঈদ, ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ী ফুটবল দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Comments