শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী দিল ইনসাফ ফাউন্ডেশন
নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন। প্রধান অতিথি ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মো: শামসুল হক শাহ্ বলেন,
"ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে। বিশেষ অতিথি সহ-সভাপতি এড. নুর মোহাম্মদ বলেন,"শারদীয় দুর্গাপূজায় সামান্য সহযোগিতা দিয়েও আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দে শামিল হতে চাই।
উপদেষ্টা এড. আজাহারুল ইসলাম রাজা বলেন,"মানবিক দায়িত্ব থেকেই এই আয়োজন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুগ্ম-সম্পাদক জনাব আ: সালাম বলেন,
"সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রকৃত অর্জন।
সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান খান বলেন,"এই ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে, ধর্মীয় উৎসবগুলোতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আল-আমিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেন। দিনব্যাপী এ কর্মসূচিতে শতাধিক পরিবার খাদ্যসামগ্রী গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন।
Comments