পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক এবং এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটি এ কমিটি অনুমোদন দিয়েছে বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গাউস মো. আজিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো. মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, প্রতিষ্ঠান শাখার সহকারী রেজিস্ট্রার মো: রিয়াজ কাঞ্চন শহীদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।
সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন:
প্রফেসর ড. মো. হাবিবুর রহমান (এন্টোমলজি বিভাগ), প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন (ডিন, এগ্রিকালচার অনুষদ), প্রফেসর এম. জহুরুল হক (চেয়ারম্যান, এগ্রিকালচারাল বোটানি বিভাগ), প্রফেসর মো. ইফতেখারুল আলম (চেয়ারম্যান, স্ট্যাটিসটিক্স বিভাগ), প্রফেসর ড. মো. মাসুদুর রহমান (চেয়ারম্যান, এগ্রোফরেস্ট্রি বিভাগ), প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক (হর্টিকালচার বিভাগ), প্রফেসর ড. খোকন হোসেন (ডিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ), প্রফেসর মো. শহীদুল ইসলাম (ডিন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ), প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন (ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ), প্রফেসর ড. মো. আহসানুর রেজা এবং আরও অনেকে।
এছাড়া বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তারা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে পবিপ্রবিতে গবেষণামূলক কার্যক্রমের প্রসার ঘটবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গবেষণামূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Comments