পরিস্থিতির উন্নতি হলে ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এইচ.ই.মি. প্রণয় ভার্মা বলেছেন- বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। তবে পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম-পে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।
তিনি বলেন— সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমি এখানে স্বপ্তমীতে অংশ দিয়ে পূজা উদযাপন করতে এসেছি। ভারত ও বাংলাদেশ একইভাবে দূর্গা পূজা উদযাপন করে থাকে। আমরা আশা করি দূর্গা পূজা আমাদের দুই দেশ ও দেশের মানুষের জীবনকে আরো আলোকিত করে তুলবে, উজ্জল ভবিষ্যত বয়ে আনবে।
এর আগে সে কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হাসপাতালের মিউজিয়ামে চা চক্রে যোগ দেন। সেখান থেকে ডিঙি নৌকা যোগে লৌহজং নদী পার হয়ে তিনি রণদা প্রসাদ সাহার বাড়ির পূজাম- মণ্ডব পরিদর্শন করেন। এসময় ভারতেশ্বরী হোমস্রে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন।
এ সময় কুমুদিনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, হাসপাতালের পরিচালক মহাবীর প্রতীক, মির্জাপুর থানার ওসি মুুহাম্মদ রাশেদুল ইসলাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মো. আব্দুল হালিম, হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments