আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলো ৫০ মণ রং মিশিয়ে বানানো কালোজিরা

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ করে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যৌথবাহিনী সহযোগিতায় উপজেলার শিয়ালকোল হাটে ব্যবসায়ী হাসমত আলীর গোডাউনে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারেে টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল।
এসময় অসাধু ব্যবসায়ী হাসমত আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়- ব্যবসায়ী হাসমত আলী বিভিন্ন হাট-বাজার থেকে খাদ্য শস্য কিনে পাইকারি বিক্রি করে। এরমধ্যে তিলও তিনি কিনতেন। সেই লাল তিলে ক্ষতিকারক কেমিক্যাল ও রং মিশিয়ে তা কালোজিরা বলে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা ভোক্তা অধিকার যৌথবাহিনীর সহযোগিতায় তার গোডাউনে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। পরে গোডাউনে সংরক্ষণ করে রাখা ভেজাল ৫০ মণ কালোজিরা জব্দ করে তা আগুন পুড়িয়ে বিনষ্ট করে পাশের একটি খালে ফেলে দেয় এবং তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ও যৌথ বাহিনীর সদস্যরা, জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকারের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন- লাল তিলে ক্ষতিকারক কেমিক্যাল ও রং মিশিয়ে তা কালোজিরা বলে বিক্রি করার দায়ে হাসমত আলী নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ করে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করাসহ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Comments