বরিশাল নগরীতে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল নগরীতে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন মহানগর বিএনপি।
রবিবার বিকেলে বরিশাল নগরীর সদর রোড, চকবাজার, কাটপট্টি সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা সংস্কারের পরিকল্পনা দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হবে বিএনপির লক্ষ্য।
তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিলে তাদের কি উপকার হবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে সেটাই তাদের বোঝানোর চেষ্টা করছে সকল নেতা কর্মিরা। জনগনের মূল্যবান ভোট বুঝে শুনে দিতে পারে সে বিষয়ে তাদের অবগত করা হচ্ছে। লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ কালে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Comments