বরিশালে শুরু হয়েছে চার দিন ব্যাপী পুলিশ সপ্তাহ

বরিশাল নগরীর সদর রোডে বেলুন উড়িয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সচেতনতা মূলক নানা ধরনের প্ল্যাকার্ড হাতে এতে অংশ নেন পুলিশ সদস্যরা।
এছাড়াও চালকদের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরন করা হয়।
এসময় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, এর মাধ্যমে ফিটনেস ও রেজিস্টেশন বিহীন গাড়ি না চলতে পারে সেদিকে নজরদারী বাড়ানো হবে। এছাড়া পূজা উপলক্ষে মহানগরীতে যানজট নিরসনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুলিশ সপ্তাহ। পরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে একটি র্যালি বের হয় সদর রোড এলাকায়। এতে পুলিশ কমিশনার সহ পুলিশের অনান্য কর্মকর্তা অংশ গ্রহন করেন। আজ থেকে শুরু হয়ে পুলিশ সপ্তাহ চলবে ২ অক্টোবর পর্যন্ত।
Comments