মাদারীপুরে ৫ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে, মাদারীপুরে জুলাই সনদ ও গণহত্যার বিচারসহ ৫ দফা দাবি বাস্তবায়নে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের সদর ও রাজৈর উপজেলা শাখার আয়োজনে, রাজৈরের টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর থানার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবাহান। তিনি বক্তব্যে বলেন, "জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দিতে হবে। ২০১৩ সালে বারোশ ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের সহ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। উচ্চকক্ষের পিয়ার বাস্তবায়ন করতে হবে। নিরপেক্ষ, স্বচ্ছ এবং নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে।"
বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদর উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ্জালাল খান, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবিব, দপ্তর সম্পাদক মাওলানা সালমান ফরিদী, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ খান, রাজৈর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামান সহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
Comments