গোপালগঞ্জে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

গোপালগঞ্জে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শারদীয়া দুর্গাপূজা শুরু হয়েছে। আজ রবিবার মহাষষ্ঠী তিথিতে বেল গাছ তলায় মন্ত্র উচ্চারণ, শাস্ত্রপাঠ ও ভক্তিগীতির মধ্য দিয়ে পুজা শুরু হয়। এসময় ঢাক ও কাসার বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো।
পরে ভক্তরা দেবীর মায়ের পুষ্পাঞ্জলী জ্ঞাপন করেন। এবছর গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৮৫ মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশ রিবাজ করছে। সাজ-সাজ রবে মন্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে।
পূজা অর্চনার পাশাপাশি মায়ের কৃপা লাভের আশায় মহাষষ্ঠীতে মন্ডপে-মন্ডপে সমবেত হন পূজারীরা। ৫ দিনের এ উৎস শেষ হবে আগামী ২ অক্টোবর বৃহস্পতি বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
Comments