ওসমানী মেডিকেলে কোনো দালাল থাকবে না: ডিসি সারওয়ার

সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার দুপুরে তিনি পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের পরিচালকসহ উর্ধতন কর্মকতাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক।
সারওয়ার আলম বলেন, ওসমানী হাসপাতালের সেবা কীভাবে আরও উন্নত করার যায় সে ব্যাপারে আলাপ করেছি। এ নিয়ে আমরা কাজ করছি। এই হাসপাতালকে অল্প সময়ের মধ্যে একটি ভালো হাসপাতালে পরিণত করতে চাই।
তিনি বলেন, এটি ৯০০ শয্যার হাসপাতাল। কিন্তু জনবল আছে ৫০০ শয্যার। অথচ এখানে ধারণ ক্ষমতার চেয়ে তিন চারগুণ বেশি রোগী থাকে। আজকেও প্রায় ২৭০০ রোগী ভর্তি আছে। রোগীদের সাথে এটনডেন্ট থাকে ৩ থেকে ৪ জন। এতো বিপুল সংখ্যক লোক থাকায় সেবায় ব্যাঘাত ঘটে।
দালালের উৎপাত বিষয়ে তিনি বলেন, দালাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। হাসপাতালে কোন দালাল ঢুকতে পারবে না। এখানে কোন দালাল থাকবে না। যারা ঢুকতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন ক্লিনিক যদি এখান থেকে রোগী ভাগিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি বলেন, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে বা ১৫ দিনে একবার এখানে আসতে। এবং না বলে আসতে। যাতে এখানকার প্রকৃত পরিবেশ বুঝতে পারি।
Comments