যমুনা সেতু মহাসড়কে গাড়ি চাপায় প্রাণ গেল একজনের

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় জাহাঙ্গীর মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতুমহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের মৃত খবির মিয়ার ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন জানান, সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় জাহাঙ্গীর মিয়া নিহত হন। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
তিনি আরও জানান— এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি।
Comments