সিলেটে নিখোঁজের এক সপ্তাহ পর নদীতে ভাসল পর্যটকের লাশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামে নিখোঁজ পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে বল্লাঘাট এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা যায়, বুধবার সকালে বল্লাঘাট এলাকায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। পেশায় তিনি ইলেকট্রনিক মেকানিক ছিলেন।
গত বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে তিনি জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গোসল করতে নেমে জিরোপয়েন্ট এলাকায় পানির স্রোতের টানে তলিয়ে যান তিনি।
Comments