গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন ঢাকার ধামরাই থানার সাইট্রা এলাকার গৌরপদ দাসের ছেলে নিলয় কুমার দাস (৩৭)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় পৌঁছালে ওই ট্রেনে কাটা পড়ে নিলয় কুমার নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। পরে রেল লাইনের পাশে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেল স্টেশনে ও পুলিশকে খবর দেয়।
কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার পরিচয় সনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেন থেকে পড়ে অথবা রেল লাইনের দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments