কলম ও ফুলের ভালোবাসায় সিক্ত হলো শাজাহান খান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাপ ফুল ও কলম উপহারের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক (সমাজ কল্যাণ) অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি।
এসময় শিক্ষার্থীদের ডেইজি বলেন, তোমরা চাইলেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারো। তোমরা নবীন ভোটার আবার কেউ ভোটার হবে সামনে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নবীনদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। তারেক রহমান আরো একটি স্লোগান দিয়েছেন, সেটি হলো ভোট দিবেন ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। তোমরা খুব ভালভাবে পড়াশোনা করবে, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা, পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেমস, দুপ্রক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজমল ঢালী, মনির হাওলাদার, শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যরা।
Comments