টাঙ্গাইলে পৃথক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

টাঙ্গাইলে পৃথক ট্রেন দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলার ভূঞাপুর ও বাসাইলে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল জলিল (৮০)। তার বাড়ি ভূঞাপুর উপজেলার টেঁপিবাড়ি গ্রামে এবং অপর শিশুর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।
জানা যায়— শনিবার সকাল ১০ টার দিকে আব্দুল জলিল ধান ক্ষেতে সার দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ আপ ময়মনসিংহ মেইল ট্রেনটি টেঁপিবাড়ি এলাকায় পৌঁছলে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই আব্দুল তার মৃত্যু হয়। এ খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ভূঞাপুর স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের নিহত হওয়ার খবর শুনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।
অপরদিকে— একইদিন বিকালে বাসাইল উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের ছাদ থেকে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।
বাসাইলের হাবলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন— মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমুল শিশু। তার সাথে থাকা মানিব্যাগে ২০টাকা ছিল। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন— খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Comments