দিনাজপুরের বিরামপুরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে অজ্ঞাতপরিচয় (প্রায় ২৭) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মেইন রাস্তার ধানহাটি সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, দুপুরে ওই যুবক হাতে থাকা একটি ব্যাগ পুকুরপাড়ে রেখে পানিতে নেমে যায়। কিছুক্ষণ পর তাকে আর দেখা না পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি চালিয়ে মরদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান ,স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক সাঁতার জানতেন না বা অন্য কোনো কারণে পানিতে ডুবে যেতে পারেন। তার নাম-পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো যুবকের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
Comments