শিক্ষক ও অবকাঠামো সংকটে বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ময়মনসিংহের মুক্তাঘাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হারাতে বসেছে তার ঐতিহ্য।
বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় এলাকার শিক্ষার বাতিঘর ছিল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজ শিক্ষক সংকট, শিক্ষার্থী হ্রাস ও ভাঙা অবকাঠামোর কারণে টিকে থাকার লড়াই করছে।
প্রায় ১৫ বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। সরেজমিনে ঘুরে জানা যায়, ঐই এলাকাটি বিএনপি পন্থী ভোটার বেশি থাকায় তৎকালীন পতিত ফ্যাসিস্ট আওয়ামী এমপি এই এলাকার প্রতি বিরূপ মনোভাব ছিল।যা প্রভাব স্কলের উপরও পড়েছে বলে মত এলাকাবাসীর।
শিক্ষকরা বলেন, তাদের স্কুলে প্রধান শিক্ষকসহ ২ জন শিক্ষক সংকট রয়েছে। তাছাড়া পুরাতন একটি পাকা ভবন থাকলেও তা জড়াজীর্ণ নতুন ভবন না থাকায় আলাদা টিনশেটের ঘরে ক্লাস নিতে হয় তাদের।
স্কুলের ছোট বাচ্চারা জানান,নতুন ভবন না থাকায় টিনের ঘরে ক্লাস করতে তাদের কষ্ট হয়।গরমের সময় অধিক গরম এবং বর্ষাকালে পানি পড়ে বই ভিজে যায় তাদের দাবি একটা নতুন ভবন।
জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন জানান,তারা বিষয়টি জেনেছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে।
Comments