টেকনাফে বিজিবির অভিযানে ৫ পাচারকারী আটক

সাগর পথে মানব পাচারের সময় টেকনাফ ব্যাটালিয়ান (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে পাচারকারী চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার গভীর রাতে টেকনাফ ০২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সম্প্রতি মেরিন ড্রাইভ ও পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ কয়েকটি চক্র মাদক ও মানব পাচারসহ বিভিন্ন চোরাচালানে সক্রিয় হয়ে ওঠে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়। এ অবস্থায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবি গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে পাচারকারী দলের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন,সৈয়দ আলম (২৯), পিতা: এখলাছ মিয়া, মো. আব্দুল্লাহ (২২), পিতা: ইয়াহিয়া, মো. রিদুয়ান হোসেন (২০), পিতা: ইউনুস আলী, মো. নুরুল আফসার (২০), পিতা: কেফায়েত উল্লাহ, মো. আ. হাকিম (৪০), পিতা: মৃত দিল মোহাম্মদ।
তাদের সকলের বাড়ি টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরি এলাকায়।
এই চক্রের আরও অন্তত চার সদস্য এখনও পলাতক রয়েছে। তারা হলেন—
সাইফুল (৪০), পিতা: হাফিজুর রহমান, মোস্তাফা প্রকাশ গোরাইয়া (২০), পিতা: জহির আহম্মদ, নুর আলম (৩০), পিতা: মৃত ইউনুস, সামসু (৪৫), পিতা: আইন্জা সদর।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি, জানান যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সক্রিয়। মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ, এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, "মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান আমরা নিয়মিত চালাব যাতে এই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।"
Comments