কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর এই মামলায় নিম্ন আদালতে জামিন চাইতে গেলে আদালত তা নামঞ্জুর করে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তবে গত ৯ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক সুলতানা পারভীনের নামে একটি পুকুরের নামকরণ নিয়ে প্রতিবেদনসহ বিভিন্ন অনিয়মের খবর প্রকাশের জেরে তাকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। পরে তার বাসায় আধা বোতল মদ ও দেড় শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সুলতানা পারভীন ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সম্পৃক্ততার প্রমাণ মেলে। তদন্তে তারা দোষী প্রমাণিত হলেও তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা ছিল।
Comments