বরিশালে শিশু কল্যাণে গণমাধ্যমের অংশীদারিত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু কল্যাণে গণমাধ্যমের অংশীদারিত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিডিএস মিলনায়তনে ওয়ার্ড ভিশন বাংলাদেশ বরিশাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিশুর অপুষ্টি নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন, শিশুর সুরক্ষা ও কল্যান নিশ্চিত নিয়ে ওয়াল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
মতবিনিময় সভা থেকে জানানো হয় আগামী ২০২৬ সাল থেকে ২০২৯ অর্থবছর পর্যন্ত ওয়াল্ড ভিশনের নতুন কর্মকৌশলের অংশ হিসেবে শিশু কল্যানের ৫ টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। যার মধ্যে কোন শিশু অভুক্ত থাকবেনা, শিশুর অপুষ্টিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝড়েপড়া শিশুর হার শুণ্য নামিয়ে আনা, শিশু শ্রম বন্ধ করা এবং প্লাষ্টিক বর্জন ও সুস্থ্য বর্জ্য ব্যাবস্থাপনার সবুজ নগরায়ন বরিশাল তৈরীতে গুরুত্ব প্রদান করছে।
আয়োজিত মতবিনিময় সভায় ওয়াল্ডভিশন এরিয়ার কো- অর্ডিনেশন বরিশাল এর সিনিয়র ম্যানেজার আশীষ কুমার, বরিশাল প্রসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি জাকির হেসেন, দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Comments