গাজীপুরে র্যাব-১ এর অভিযানে অস্ত্র উদ্ধার, হামলায় আসামী ছিনতাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর বিশেষ অভিযানে এক আসামীকে দেশীয় পিস্তলসহ গ্রেফতার করা হলেও স্থানীয় জনতার হামলায় তাকে ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ অধিনায়কের পক্ষে সালমান নুর আলম, সরকারি সিনিয়র পুলিশ সুপার , সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)।
র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল বরমী চৌরাস্তা বাজারে অভিযান চালায়। এসময় স্থানীয় মোশারফ (৩৬), পিতা আহম্মদ, গ্রাম বরমী, শ্রীপুরকে একটি দেশীয় পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটক করে র্যাব সদস্যরা।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে শতাধিক লোকজন সমবেত হয়ে মব তৈরি করে। তারা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে মারধর করে, গাড়ি ভাঙচুর করে এবং শেষ পর্যন্ত আটককৃত আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় হামলায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাফুয়াত হোসেন (২৩), সাব্বির হোসেন (২০), মাহমুদুল হাসান (২৫), আরাফাত হোসেন আকিব (২৩), সফিজুল হক (২৮), মোঃ মাসুদ (৪৮), মোফাজ্জল (২৭), মোঃ মারুফ (১৮), শাজাহান (৪২), আবু বক্কর সিদ্দিক (২৫), সাহেব আলী (৫৫), মোছাঃ আঞ্জুমান (২১) ও মোছাঃ স্মৃতি (২৮) সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments