ওষুধ নয়, থেরাপি-ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব: চসিক মেয়র
ওষুধ নয়, থেরাপি ও ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা। শুধু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিই নন; বাতের ব্যথা, প্রতিবন্ধী থেকে শুরু করে অনেক রোগীর চিকিৎসায় ফিজিওথেরাপির নানামাত্রিক ভূমিকা রয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে চসিক রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফিজিওথেরাপি সেন্টারে একটি চাইল্ড কেয়ার জোনেরও উদ্বোধন করা হয়েছে। হুমায়ুন কবির-রোজি কবির ফাউন্ডেশনের অর্থায়নে এই চাইল্ড কেয়ার কর্ণার স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরি পর্ষদ সদস্য এইচএম সালাহউদ্দিন, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, সালাহউদ্দিন সাহেদ, ডা. ফারহানাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, রাজনীতিবিদ আবুল হাশেম বক্কর, ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আকন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ, সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
Comments