নীলফামারী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ গ্রেপ্তার

নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ধাপ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা চেষ্টা, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শাহিদ মাহমুদ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটক হওয়ার পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Comments