তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়ার ৩৩ বছর পর জাপানি জাহাজ উদ্ধার

বরিশালের তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়ার ৩৩ বছর পর একটি জাপানি জাহাজ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪ মাস ধরে চড় পড়ে যাওয়া নদীর ৩০ ফিট মাটি কেটে জাহাজটি উদ্ধার করা হয়। এখবর শুনে এখতে আসছেন দূর দূরান্তের মানুষ।
তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়ার ৩৩ বছর পর জাপানি জাহাজ ৩০ ফিট মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে এমভি মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ আলীমাবাদ ইউনিয়নের মিঠুয়া এলাকার তেঁতুলিয়া নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। তখন কিছু মালামাল উদ্ধার করা গেলেও জাহাজটি নদীর তলদেশেই থেকে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. নান্নু মিয়া বলেন, ৩৩ বছর পর ডুবে যাওয়া জাপানি জাহাজটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এর বেশীর ভাগ মূল্যবান জিনিস চুরি হয়েগেছে। প্রায় ৪ মাস ধরে চড় পড়ে যাওয়া তেতুলিয়া নদীর ৩০ ফিট মাটি কেটে জাহাজটি উদ্ধার করে খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট।
স্থানীয়রা বলছেন, জাহাজ ডুবির স্থানটি প্রায় দুই যুগ আগে চর আকারে জেগে ওঠে এবং পরবর্তীতে এটি মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়। সেখানে ধীরে ধীরে ফসল আবাদ করাসহ বসতি গড়েওঠে।
১৮০ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ১৪ ফুট এবং ১৭ ফুট উচ্চতার জাহাজটি শানাক্ত করাসহ উত্তোলনে একাধিক ঠিকদার ব্যর্থ হওয়ার পরে । ২০১৩ সালে ফের দরপত্র আহব্বান করে বিআইডব্লিউটিএ। উদ্ধাকৃর জাহাজে দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন, পাখা সহ মূল্যবান কিছু জিনিস পত্র।
Comments