ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত নতুন সীমানা তালিকায় ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয়রা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন হাজারো মানুষ। তারা গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করায় সকাল ৮টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।
স্থানীয়দের দাবি, ইসি'র এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তাদের স্বার্থের পরিপন্থী। তারা অবিলম্বে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পূর্বের ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এছাড়াও, ভাঙ্গা উপজেলা নিয়ে নতুন করে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবিও উঠেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতা মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ সৃষ্টি করেছে। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, এই সিদ্ধান্ত তাদের ভোটাধিকার ও আঞ্চলিক পরিচিতির উপর প্রভাব ফেলবে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
Comments