দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি মৃত হবিবর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদ ও তাপদাহের মধ্যে ওয়ারেছ আলী নিজ খেতে কীটনাশক ছিটাতে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু বলেন, বিকেলে খুঁজতে গিয়ে দেখি ভাই মাঠে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তিনি আর বেঁচে নেই।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি আরও বলেন, "এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পরিবার ইতোমধ্যে দাফনের প্রস্তুতি নিচ্ছে।
Comments