সিলেটে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

সিলেটে ট্রাক-মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এছাড়া মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে। এসময় মোটরসাইকেলে থাকা তার আরেক ভাই গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি ট্রাক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একইসময় দুইটি মোটরসাইকেল এবং একটি সিএনজিচালিত অটোরিকশা আম্বরখানার দিকে আসছিলো। পথে মালিনীছড়া চা-বাগানের সামনে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক ফাহাদ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছেন আরো ৩ যুবক। উদ্ধার করে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঢাকা জার্নালকে জানান, আমরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত আরো ৩ জনকে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
Comments