অনশনরত শিক্ষার্থীদের সাথে মেঝেতে ঘুমিয়ে রাত কাটালেন ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের বাংলো রেখে অনশনরত শিক্ষার্থীদের সাথে মেঝেতে ঘুমিয়ে রাত কাটালেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ ৩ দফা দাবিতে আমরণ অনাশনে বসা ৭ শিক্ষার্থীর পাশে থেকে রাত কাটিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে তিনি অনশনকারী শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে শুয়ে পরেন।
এর ঘণ্টাখানেক আগে ববি উপাচার্য কর্মসূচিস্থলে এসে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন শিক্ষার্থীদের তিনি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সর্বোচ্চ দিয়ে কাজ করছি। আগামী এক সপ্তাহের মধ্যেই কার্যক্রমের অগ্রগতি প্রকাশ পাবে। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। এরপরই উপাচার্য শিক্ষার্থীদের মশারি টাঙিয়ে রাত কাটান।
মাত্র ৫০ একর আয়তনের ববির অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহণ সংকট দূরের দাবিতে চলমান আন্দোলনের ৩৭তম দিনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে আমরণ অনশনের বসেন ৭ জন শিক্ষার্থী। এর আগে একই দাবিতে দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২-২৩ সেশনের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন ২০২১-২২ তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।
অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘ ধরে যৌক্তিক ৩ দফা দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে আসলেও ইউজিসি আমাদের সাথে কোন রকমের যোগাযোগের চেষ্টাও করেনি। তাই আমরণ অনশনের মত কঠিন কর্মসূচিতে বসতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে।
একাউন্ট এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমরা ইউজিসির প্রতি আহ্বান করে দুইবার সংবাদ সন্মেলন করেছি, এমনকি প্রতিকী ভাবে নভোথিয়েটার ও বিটাক দখল করার পরও আমাদের সাথে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি। আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে কোন প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অমরণ অনশন কর্মসূচি পালন করে যাব।
এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহনের নানা ধাপ এগোচ্ছে। তিনি আরও বলেন, আস্থার সংকটের কারনে অনশন পর্যন্ত পৌছেছে শিক্ষার্থীরা।
Comments