ফরিদপুরে একই নাম্বারের ৫ প্রাইভেটকার শহরবাসীর মাঝে কৌতুহল

ফরিদপুর শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে বৃহস্পতিবার সকালে একই নাম্বারের ৫টি প্রাইভেটকার নিয়ে শহরবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ির মুল মালিক এবং কাগজপত্র না পেয়ে গাড়িগুলো পুলিশ হেফাজতে পুলিশ লাইনে নিয়ে যায়।
প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচামট হোটেল রাস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা ৫ টি নতুন একই নাম্বার প্লেটের প্রাইভেটকার (নং- ঢাকা মেট্টো-শ-০০-৭৩৮) দেখতে পান। এ সময় কৌতুলী জনতা বিষয়টি থানা ও ট্রাফিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি খোজ খবর নেন। তবে দুপুর পর্যন্ত প্রাইভেটকারের মালিকগন না আসায় গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িগুলোতে এসে যারা হোটেল রাজস্থানে অবস্থান করছিলেন তারা হলেন- হাবিবুর রহমান, তুরান, আল আমিন, আব্দুল জব্বার, জয়নাল, আবু তালিব হোসেন, হাফিজুল, হাসিবুল, মাসুম, রিংকু, পনির, সাব্বির।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহলে আহম্মেদ জনি নামের একজন পোষ্ট করে লিখেন, হোটেল রাজস্থানের সামনে একই নাম্বারের ৫ টি গাড়ী আটক। পুলিশ তদন্তে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তিনি লিখেন খবরটা চাঞ্চল্যকর, মূলত একই নাম্বারের গাড়ি শুধুমাত্র গ্যারেজ নাম্বার এর ক্ষেত্রে। কোর্ট থেকে গাড়ি গ্যারেজে নিলে একই নাম্বার হতে পারে বা গ্যারেজ থেকে গাড়ি বাড়িতে নিলে এমন হতে পারে। তবে একই নাম্বারের গাড়ি রাস্তায় চালানো আইনগতভাবে ঠিক নয়। গাড়ির মালিকদের অপেক্ষায় ৩ ঘন্টা অপেক্ষা করেও তাদের না পেলে জবাবদিহির জন্য গাড়ি গুলো থানায় পাঠানো হয়েছে।
হোটেল রাজস্থানের ম্যনেজার মো. মহিউদ্দিন জানান, প্রায় নতুন ৫ টি প্রাইভেটকার বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে হোটেলের সামনে আসে। গাড়িগুলোতে চালকসহ ১৭ থেকে ১৮ জন আরোহী ছিল। যতদূর শুনেছি শহরের কমলাপুর এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্ট উদ্ভোধন করার জন্য এসেছিলেন তারা। সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভীর করলে পুলিশ খবর পেয়ে গাড়িগুলো থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র না পেয়ে গাড়িগুলো কোতয়ালী থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। গাড়িগুলোর সঠিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে গাড়িগুলো ছাড় দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, প্রাইভেটকার ৫টি পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে কোন মামলা কিংবা কোন সাধারণ ডায়রী এখনো (সন্ধা ৭টা) হয়নি।
Comments