বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার: চট্টগ্রামে মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে এসে বিএনপি বারবার পাশে এসে দাড়িয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। আমি তাঁর সুস্থতা কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি পূর্বক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি এসব কথা বলেন।
এসময় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরশাসক ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটেছে উল্লেখ করে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মীর মোহাম্মদ হেলাল।
তিনি বলেন, দেশের সকল মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠা বার্ষিকী শুভ দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মীর হেলাল বলেন, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বিএনপি হোক সকল মানুষের ভালোবাসার কেন্দ্রস্থল ও আস্থার প্রতীক।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন এর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান। এছাড়া বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মোঃ শাহেদুল আজম শাহেদ এডভোকেট রিয়াদ উদ্দিন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল উপজেলা, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা বের হয়। এতে হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা বাস স্টেশন কলেজ রোড আদালত রোড বাজার ঘাটা থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।
Comments