বান্দরবানে ইটভাটা দুই শ্রমিককে অপহরণ

বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫)নামে দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা নিয়ে গেছে সেব্যাপারে জানা যায়নি।
বুধবার রাত ১০ টায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া নামক এলাকায় ইটভাটা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন, তপন দাশ (৬৫), সে আমিরাবাদ সুপছড়ি এলাকার বাসিন্দা ও জয় নাথ (৫৫), সে বালাঘাটা বাসিন্দা। তারা এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতন রুমে বিশ্রামে ছিলেন জয় নাথ। আর তপন দাশ বাজার থেকে ফিরে এসে সেও রুমে বিশ্রামে ছিল। তাদের রুমে থেকে কোন শব্দ বের হচ্ছিল না। পরে রুমে গিয়ে দেখেন কেউ নাই। খবর পেয়ে আশেপাশে থাকা লোকজনরা খবর খোজাখুজি শুরু করলে পরে আর তাদেরকে পাওয়া যায়নি।
এএইচএন ইটভাটায় নিয়োজিত কর্মচারী সুনিল দাশ বলেন, প্রতিদিনের মতন রাস্তামাথা বাজার থেকে সাড়ে নয়টায় দিকে তপন দাশ সাথে আসি। এসে আমি রান্না করতে যায় আর তপন রুমে চলে যান। এর আগে জয় নাথ রুমে মধ্যে মোবাইলে ব্যস্ত ছিল। রান্না শেষে তাদেরকে রুমে খাবার দিতে গেলে খালি দেখতে পায়। পরে অনেক ডাকাডাকি করে ইশারা না পেয়ে পাশ্ববর্তী মানুষদের থাকা লোকজন ও চেয়াম্যানকে কল দিলে খোজাখুজি শুরু করি।
সুনিল বলেন, তপনকে কল দেয়া সময় ফোনে অপরপ্রান্তে অচেনা একজন লোক ফোন ধরে। মুঠোফোনে তাদেরকে পাঠাতে বললে ইটভাটা বিষয়ে আলোচনা করছেন এমন আশ্বাস দিয়ে বলেন আশেপাশে আছে। পরবর্তীতে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। আর যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে গেছে সেখানে কয়েকটি পায়ের ছাপ আছে। পায়ের ছাপ ধরে খোজাখুজি শুরু করলেও তাদেরকে আর পাওয়া যায়নি।
সত্যতা নিশ্চিত করে সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ইটভাটা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে যেখান থেকে নিয়ে গেছে সেই রাস্তা ধরে অনেক খোজাখুজি করেছি কিন্ত পাইনি। নিয়ে যাওয়ার সময় ঝিড়িতে পায়ের ছাপ ছিল। তবে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায়নি।
এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী মালিক আব্দুল কুদ্দুছ বলেন, গতকাল আমার ইটভাটা থেকে দুইজনকে নাকি অপহরণ করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে সেটা জানা যায়নি। কারো সাথে আমাদের কোন দন্দ্ব নাই আর লেনদেন ও বাকি নাই।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম বলেন, অপহরণ ব্যাপারে শুনেছি। পুলিশের টিম অপহৃতদের উদ্ধারের অভিযান চালাচ্ছে। কে বা কারা নিয়ে গেছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Comments