মিরসরাইয়ে পর্যটক-সিএনজি শ্রমিক সংর্ঘষ, আহত ১০

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা সড়কে পর্যটকদের সাথে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে বাসটি চলে গেলেও কয়েকজন পর্যটককে আটক করে এলাকাবাসী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একদল পর্যটক বাসে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে আসেন। মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশের সময় স্থানীয় সিএনজি চালকরা বাস প্রবেশে বাধা দিলে শুরু হয় বাকবিতন্ডা। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। এতে পর্যটক ও চালক উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত পর্যটক বিপ্লব অভিযোগ করে বলেন, 'বাস নিয়ে প্রবেশের সময় স্থানীয় চালকরা আমাদের ওপর চড়াও হন। এসময় তারা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের হাসান, সাকিব, সিয়ামসহ কয়েকজন গুরুতর আহত হয়েছে।'
সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, 'সড়কটি ছোট হওয়ায় আমরা বড় বাস ঝর্ণায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছিলাম। কিন্তু তারা তা মানতে রাজি না হয়ে আমাদের ওপর হামলা চালায়।'
পর্যটকদের হামলায় চালক হোরা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল, পাভেল, কামরুল, আরমানসহ কয়েকজন আহত হয়েছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, 'পর্যটকদের বাস ঝর্ণা সড়কে ঢোকার সময় সিএনজি চালকরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়ছে বলে শুনেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।'
Comments