মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইফতেখারুল গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইফতেখারুল ইসলামের বাবার নাম ইমান আলী। তাদের বাড়ি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments