গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওহিদ আলম লস্কর, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, মো: আজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন।
এর আগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাবনী রায়সহ অন্যান্য কর্মকর্তারা গোলাপ ফুল দিয়ে কৃতি শিক্ষার্থীদের বরণ করে স্বাগত জানান। এ অনুষ্ঠানে উপজেলা জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১ম স্থান অধিকারী ৪২৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার, পেন্সিল বক্স রয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় ভালো হলে হবে না খেলাধূলাসহ বিভিন্ন বিষয়ে ভালো হতে হবে। সন্তানরা পরীক্ষায় খারাপ করলে তাদের শাসন করা যাবে না। সফল হতে ও সুনাম বয়ে আনতে লেখাপড়া একমাত্র মাধ্যম নয়। খেলাধূলা, গান, নাচসহ বিভিন্ন প্রতিভা দিয়ে সফল হওয়া ও সুনাম বয়ে আনা যায়। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জান বলেন, শুধু পড়ালেখা নয় আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হবার গুরুত্বপূর্ণ দিক হলো পরোপকারী হওয়া। এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের মধ্যে যে মানবিকতা আছে সেই মানবিকতা সামনে আসবে। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী প্রকৃতিপ্রেমি হবে। সেই সাথে পিতামাতা থেকে শুরু করে শিক্ষকসহ সকলকে শ্রদ্ধা করতে শিখবে। একই সাথে দেশপ্রেমে উজ্জ্বীবিত হবে।
Comments