গাজীপুরে ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাকের চালকসহ নিহত ২

গাজীপুর মহানগরীর দক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে ডাম্প ট্রাকের সঙ্গে 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে ঢাকাগামী 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনটি দক্ষিণখান এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে রেলওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থল রেলক্রসিংটিতে কোনো গেট বা প্রহরী ছিল না। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থেকেই যায়। স্থানীয়দের দাবি, অরক্ষিত এই ক্রসিংয়ে দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।
Comments