বগুড়ায় গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়িতে একা বসবাসকারী শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোয়ালবাথান গ্রামে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিনুর একই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর সাবেক স্ত্রী। এক ছেলে বিদেশে এবং মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকায় তিনি একাই বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন তার খোঁজ না পেয়ে সন্ধ্যায় আত্মীয়রা বাড়িতে যান। বাইরে থেকে দরজা আটকানো না থাকায় ভেতরে ঢুকলে মাটিতে হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তারা। ঘরের জিনিসপত্র তছনছ করা ছিল। বাক্স ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়।
নিহতের বোন শিউলি বেগম বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। আমি এর কঠিন শাস্তি চাই।
সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে সারিয়াকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, 'মরদেহের প্রাথমিক অবস্থা দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। হত্যার পর বাড়ির জিনিসপত্র তছনছ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।'
Comments