সিলেটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সিলেট নগরীর শাহপরান আবাসিক এলাকায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মা। নিহত রহিমা বেগম (৭০) শাহপরান আবাসিক এলাকার আব্দুল গাফ্ফারের স্ত্রী। সোমবার দুপুরে সিলেটের শাহপরান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে। রোববার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জিরওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘাতক বদরুল ইসলাম ইমমতি করতেন। সম্প্রতি তিনি চাকরিচ্যুত হোন। সূত্রের খবর- বদরুল মানসিক বিকারগস্ত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক সোহেল আহমদ বলেন, সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
Comments