কেরানীগঞ্জে গ্লোবাল টিভির সাংবাদিকের ওপর হামলার চেষ্টা

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক আরিফ সম্রাটের ওপর হামলার চেষ্টা ও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোডে একটি মোবাইল চুরির ঘটনার জের ধরে চোরের পক্ষ নিয়ে আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), কিশোর গ্যাং লিডার সৈকত আহমেদ (২৬)সহ আরও কয়েকজন প্রকাশ্যে তাকে হুমকি দেন এবং মারধরের জন্য তেড়ে আসেন। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় তিনি অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অন্তত ১৫-২০ জন ব্যক্তি সাংবাদিক আরিফ সম্রাটকে ঘিরে ফেলে এবং একাধিকবার হামলার চেষ্টা করে।
আরিফ সম্রাট বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলার চেষ্টা। আমাকে সামাজিকভাবে হেয় ও কোণঠাসা করার জন্যই এমনটি করা হয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও জানান, গত ৪ আগস্ট ঘাটারচরে আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলা ও গুলির দৃশ্য তার ক্যামেরায় ধারণ করা হয়েছিল। সেই ভিডিও গ্লোবাল টেলিভিশনে প্রচারিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় এবং অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পর থেকেই তার ওপর প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সাংবাদিকের ওপর হামলা হলে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
Comments