বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরেত শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ঈদগাহ ময়দানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
জি কে গউছ তার বক্তব্যে বলেন, "বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং দেশনায়ক তারেক রহমানকে সাজানো মামলায় দণ্ডিত করা হয়েছিল। কিন্তু কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি, বরং আরও সুসংগঠিত করেছে।"
তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। তবে নতুন ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে—চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।"
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বিএনপির সংগ্রামকে আরও জোরদার করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Comments