সিলেট সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আব্দুর রহমানের (৩০) লাশ এখনো ফেরত আসেনি। এ ঘটনায় দফায় দফায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গতকাল শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ পতাকা বৈঠক শেষে বিএসএফ জানায়, আব্দুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য তারা হেফাজতে নিয়েছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে লাশ ফেরত দেবে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুর ১টার দিকে কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় আন্তর্জাতিক পিলার নং ১৩৩৮-৩৯ এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান। তবে তার সঙ্গে থাকা আরও চারজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।
ঘটনার পরপরই ডোনা সীমান্ত ক্যাম্পের বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং নিহতের লাশ ফেরতের দাবি জানায়। প্রথমে বিএসএফ আশ্বাস দিলেও পরে আইনগত জটিলতা দেখিয়ে লাশ হস্তান্তর থেকে বিরত থাকে।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বিকেলে ঢাকা জার্নালকে জানান, লাশ গ্রহণের জন্য শনিবার রাতে পুলিশ সীমান্তে অবস্থান নিলেও বিএসএফ লাশ ফেরত দেয়নি। পরে বাধ্য হয়ে তারা চলে আসেন। তবে লাশ ফেরত আনতে তারা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Comments