জামালপুরে রাজনীতি থেকে অবসর নিলেন আ.লীগ নেতা

জামালপুরের মেলান্দহে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতিকের নির্বাচিত ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহ বাজারে নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
কিসমত পাশা বলেন, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতির সঙ্গে থাকতে পারছেন না।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে প্রথমে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি । পরবর্তীতে মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।
Comments