আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ও অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর আশুলিয়ায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ জাল নোট ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরাঞ্জামাদী উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে জামগড়া মোড়ে এক দম্পতিকে উত্ত্যক্ত করে কিশোর গ্যাং এর সদস্যরা। পরে দম্পতিকে অপহরণ করার উদ্দেশ্য তুলে নিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় প্রথমে চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। ঘটনার একপর্যায়ে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী জামগড়া এলাকার শরিফ চৌধূরীর বাসায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর সদস্যরা।
এসময় শরিফ চৌধূরীর ড্রাইভার গ্যাং এর প্রধান রবিউল কে আটক করা হয়।
তার দেয়া তথ্যমতে শরীফ চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৪ টি সুইচ নাইফ, ৭ টি মেসেট, জাল টাকা ও দেহ ব্যাবসার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত ও ওয়াকি টকি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে অপহরণ হওয়া দম্পতি কে ছেড়ে দেয় বলে জানানো হয়। আটককৃতরা হলেন রবিউল মুন্সি, নাসির শেখ, শ্রী প্রভূ কুমার এবং জনি। পরে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়।
Comments