কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে ওয়ার্ড সহসভাপতি পদত্যাগ

ব্যক্তিগত কারন দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এক নেতা। আজ (৩০ আগষ্ট) মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ডে নিজ দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগকারী ওই নেতা হলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কিবরিয়া খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদ দেয়া হয়। আমি এখন পযর্ন্ত এ পদের কোন দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না এবং দলীয় কায্যক্রম ও দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগ সম্পর্কে কিবরিয়া খান বলেন, আমাকে সহসভাপতি করা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে সেচ্ছায় এ পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৬ এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২জন করে মোট ২০ নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন।
Comments