বগুড়ার শিবগঞ্জে বিএনপির সনাতনী সমাবেশ

সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার উথলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম সভাপতিত্বে সনাতনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, সাবেক সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, সহ-সভাপতি আশিষ রায়, সাধারন সম্পাদক সুবীর দত্ত, পল্টন কুমার নয়ন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার হাজার হাজার সনাতনী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
Comments